আদর্শ মা বাবা হবেন কি ভাবেঃ-
যেটা কখনই করা উচিত নয়ঃ-
👉আপনি রাগ হয়ে বললেন, " মর তুই ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, " তোর ভবিষ্যৎ অন্ধকার ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, " তোর মুখ দেখতে চাই না ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, " জীবনে স্বামীর ভাত খাইতে পারবি না ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, " মরার সময় তো পানি পাবি না ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, " তুই তো ফেল নিশ্চিত ", ফেরেশতা বলল "আমিন"
👉আপনি রাগ হয়ে বললেন, "আমার লাশ দেখবি ", ফেরেশতা বলল "আমিন"
কারনঃ-
👨🍳আপনিই তো সেই মানুষ যে, সন্তানকে আপনি যেই ভাবে ভালোবাসেন, এর চেয়ে বেশি ভালো জীবনে কেউ বাসে নি কাওকে, নিজেকেও না।
👨🍳আপনিই তো সেই মানুষ, যার চেয়ে বেশি আন্তরিক দু'য়া, এই পৃথিবীততে কেউ করবে না তার জন্যে, সে নিজেও না।
👨🍳এম্নিতেই মানুষের সব কথার শেষে ফেরেস্তা রা আমিন আমিন বলেন। আর সন্তানের জন্য বাবা মা'র মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ মারাত্মক শক্তিশালী, যেন মিসাইল একেক টা।
কিছু কথাঃ-
আসুন এর মর্যাদা বুঝি, এর অপব্যবহার না করি।
👉খুব কস্ট পাই অনেক বাবা মা'র ভাষা শুনে, অবাক হই, এদের কেও আল্লাহ্ সন্তান দেন।
👉হ্যা, সন্তান অন্যায় করেছে, কিন্তু মা-বাবা হিসেবে এ ধরনের ভাষা ব্যবহার না করে আসুন বলি,
যেটা আদর্শ মা বাবার করণীয়ঃ-
👉"আল্লাহ তোমাকে হিদায়াত দিন, আমার জন্য চক্ষু শীতলকারি বানান।"
অথবা বলতে পারেন
👉আল্লাহ তোমাকে ওমর (রা) মত বানান।
👉আল্লাহ তোমাকে আয়েশা (রা) মত বানান।
👉আল্লাহ তোমাকে কাবা ঘরের ইমাম বানান।
আল্লাহুম্মা আমীন! 💗
জানা দরকার যেঃ-
👉রাগের সময়ও আমাদের কথা বলা, অভিশাপ দেওয়া, বদ দোয়া দেওয়া, এগুলো আল্লাহ কবুল করেন।
আমল সমহঃ-
👉তাই যখনি বুঝবেন কোন কিছুতে রাগ উঠে যাচ্ছে মেজাজ এর টেম্পারেচার বাড়ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাচার জন্য তখনি
ﺃﻋﻮﺫ ﺑﺎﺍﻟﻠﻪ ﻣﻦ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻟﺮﺟﻴﻢ .....
'আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম'
মনে মনে পড়তে থাকবেন দেখবেন নিজের প্রতি নিজের কন্ট্রোল চলে এসেছে ইনশা-আল্লাহ।
আদর্শ বাবা মার জন্য প্রয়োজনিয়ঃ-
বাবা-মা যারা আছেন তারা এই বই গুলা পড়বেন অনেক কিছু শিখতে পারবেন ইন শা আল্লাহ।
১. প্যারেন্টিং - (আধুনিক যুগে আমার সন্তানকে কিভাবে মানুষ করবো)
২. সন্তানের চরিত্র গঠনের পরিবার ও পরিবেশ।
৩. প্যারেন্টিং - (এন ইসলামিক আইডিলজ ফর চিল্ডেন)
৪. সন্তান লালন-পালনে আর্দশ মায়ের ভূমিকা
৫. সন্তান স্বপ্নের পরিচর্যা।
৬. আপনার সন্তান আপনার ভবিষ্যৎ।
৭. যখন তুমি মা।
৮. "শিশুমনে ঈমানের পরিচর্যা"।
👉আর বেশি বেশি করে সলাতে আমাদের এই দোয়া পড়া উত্তম.
رَبَّنَا هَبۡ لَـنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِيۡنَ اِمَامًا
হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন
রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব্‘আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
দোয়ার প্রেক্ষাপটঃ-
প্রকৃত ঈমানদার ও জান্নাত আকাঙ্খীরা তাদের দুনিয়ার পারিবারিক জীবন সুন্দর করতে এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার জীবনে যথাযথভাবে দায়িত্বশীল ভূমিকা পালনে আল্লাহর দরবারে এরূপ দু'আ প্রার্থনা করে।
সূরা আল-ফুরকান - ২৫:৭৪
আল্লাহ্ রব্বুল আলামীন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। (আমিন)
No comments:
Post a Comment