study house baytul hikmah islami pathagar.com

Thursday, 26 August 2021

 








বায়তুল হিক্বমাহ ইসলামি পাঠাগার 

এটি একটি সম্পুর্ন অরাজনৈতিক ইসলামি পাঠাগার। এখানে ইসলামিক প্রয়োজনীয় সকল বই পাওয়া যাবে ইনশাল্লাহ। এটি শুধু মাত্র জন সেবার লক্ষে গরে তোলা হচ্ছে।               

এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর থানার ১নং রতনকান্দি ইউনিয়নের বয়রা ভেন্নাবাড়ী বাজার/মুনসুর আলী রোড এ অবস্থিত। 

আমাদের সুবিধা সমহঃ-

১। মানুষকে জ্ঞানের পথে আহব্বান করা।

২। ইসলামি জ্ঞান চর্চার বিকাশ ঘটানো।

৩। এখানে রয়েছে ইসলামি সাহিত্য, ইসলামি উপন্যাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মজীবনী, প্রয়োজনীয় ইসলামিক বই সহ দৈনন্দিন পত্র পত্রিকা। 

এ ছাড়াও রয়েছে ছোট্টছোট্ট ভাইদের জন্য ইসলামিক শিক্ষণীয় বিভিন্ন গল্পের বই সহ কিশোর কন্ঠ পত্রিকা।

আমাদের শর্তাবলি সমহঃ-

১। পাঠাগার এর ভিতরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে।
২। প্রবেশ পথে রেজিস্ট্রি খাতায় নিজের নাম ও ঠিকানা এন্ট্রি করতে হবে।
৩। পাঠাগারের ভিতরে মোবাইল বা টেলিফোন ব্যাবহার করা যাবে না এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে।
৪। পাঠাগারের ভিতরে উঁচু আওয়াজে কথা বলা যাবে না।
৫। লাইব্রেরীয়ানের অনুমিত ব্যাতিত কোন বই বাসায় নিয়ে যাওয়া যাবে না।
৬। কোন বই এ নিজের নাম বা কোন কিছু লেখা যাবে না, যদিও বই কোন ভুল থাকে সেটাও অনুমতি ব্যাতিত সংশোধন করা যাবে না।
৭। লাইব্রেরীর এরিয়ায় ধুম পান করা যাবে না।

No comments:

Post a Comment

  আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ                              ওয়া বারকাতুহ। সুরা মুলক পড়ার ফজিলত কি? ------------------------- প্রতিদিন (রা...